You dont have javascript enabled! Please enable it!

মাইনসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

আগরতলা ২৪ আগস্ট সিধাই থানাস্থৰ্গত পঞ্চবটী বাজার সন্নিকটে আজ প্রাতে দুই ব্যক্তিকে মাইনসহ গ্রেপ্তার করা হইয়াছে। ব্যক্তিদ্বয়ের পরিচয় বলিয়াছে একজন শরণার্থী, অপরজন মুক্তিফৌজের সেনানী। পরিষ্কার বােঝা যায় শরণার্থী শিবিরে এবং মুক্তিফৌজ বাহিনীতে পাক গুপ্তচর অনুপ্রবেশ ঘটার ফলেই ভারতের অভ্যন্তরে মাইনের উৎপাত বৃদ্ধি পাইয়াছে।

সূত্র: ত্রিপুরা
২৫ আগস্ট, ১৯৭১
৮ ভাদ্র, ১৩৭৮