৯ অক্টোবর ১৯৭১ঃ প্রথম ওয়ার কোর্সের পাসিং আউট
বাংলাদেশ ওয়ারকোর্স প্রথম ব্যাচের ৬১ জন জেন্টেলম্যান ক্যাডেটদের পাসিং আউট হয়।
অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্যারেডের সালাম গ্রহন করেন। তার সাথে কর্নেল ওসমানী ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাজউদ্দীন সহ বহুসংখ্যক এমএনএ, এমপিএ সামরিক বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই ব্যাচে কমিশন পাওয়া সেকেন্ড লেফটেন্যান্ট শেখ কামাল কে কমান্ডার-ইন-চিফ কর্নেল ওসমানী’র এডিসি হিসেবে নিয়োগ দেয়া হয় বাকি সবাই সেক্টর ট্রুপস হিসাবে নিয়োগ পান। এই ব্যাচে সিএনসি ক্যান পান ক্যাডেট আবু সাইদ (৩ নং সেক্টর ও পরে মেজর জেনারেল)। এই ব্যাচের ৩ জন শহীদ হন তারা হলেন সেকেন্ড লেফটেন্যান্ট সেলিম হাসান, সেকেন্ড লেফটেন্যান্ট আসফাকুস সামাদ ও আজিজুল ইসলাম।
মূর্তিতে স্টেশন কমান্ডার ছিলেন ভারতীয় বাঙালি কর্নেল দাশগুপ্ত, সেই ট্রেনিং সেন্টারে উইং কমান্ডার আর চিফ ইন্সট্রাক্টর ছিলেন প্রথমাবস্থায় মেজর শ্রী ভাস্তব এবং পরবর্তীতে মেজর সি.পি সিং। উল্লেখযোগ্য ইন্সট্রাক্টরদের মাঝে আরো ছিলেন মেজর সার্দুল সিং কাহলান, ক্যাপ্টেন আর.পি. সিং, ক্যাপ্টেন জি. আর. রাও, ক্যাপ্টেন গিল এবং ক্যাপ্টেন সিনহা।
নোটঃ আজিজুল শহীদ হন কসবার চন্দ্রপুরে যা আমার নানার বাড়ি।