৯ অক্টোবর ১৯৭১ঃ ‘মুক্তিবাহিনী’ হচ্ছে হিন্দু বাহিনী
বার্তা সংস্থা এপিপি( এপিপি বাংলাদেশ স্বাধীনের পর বাসস হয়) ১৪ আগস্টের লন্ডনের টেলিগ্রাফ পত্রিকার বরাত দিয়া সংবাদ প্রকাশ করে ‘মুক্তিবাহিনী’ হচ্ছে হিন্দু বাহিনী। এই বাহিনীর অধিকাংশ সদস্যই হিন্দু। মুসলমানরা পাকিস্তান বিরোধী বাহিনীতে যোগ দিতে ইচ্ছুক নয়। কেবলমাত্র হিন্দুরাই স্বেচ্ছায় এই বাহিনীতে যোগ দিয়েছে। মুসলমান যারা আছে তাদেরকে জোর করে ভর্তি করা হয়েছে এবং কিছু রয়েছে সমাজবিরোধী। এ কারণেই ট্রেনিং শিবিরগুলো হিন্দুপ্রধান এলাকায় স্থাপন করা হয়েছে।