You dont have javascript enabled! Please enable it!

৭ অক্টোবর ১৯৭১ঃ সৈয়দপুর বিমান ঘাঁটি

জেনারেল নিয়াজী এদিন সৈয়দপুরের নবনির্মিত বিমান ঘাঁটির উদ্বোধন করে। স্থানীয় জনগণ ও সেনাবাহিনীর স্বেচ্ছাশ্রমে (?) বিমান ঘাঁটিটি তৈরি করা হয়। এর নাম রাখা হয় জমজম বিমান বন্দর। বিমান বন্দর নির্মাণ করতে ৫ মাস সময় লাগিয়াছে। একটি ছোট টার্মিনাল ভবনও তৈরি করা হইয়াছে। বিমান ঘাঁটি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে নিয়াজী বিমানবন্দর নির্মাণে স্বেচ্ছাশ্রম দেয়ায় সৈয়দপুর বাসীকে ধন্যবাদ দেন। তিনি বলেন সাধারন ক্ষমার পর অনেকেই দেশে ফিরিয়া আসছেন দেখে তিনি অনেক আনন্দিত আশা করি তাদের অন্যরাও অনুশরন করবে। উপমহাদেশে মুসলমানদের জন্য একটি স্বাধীন আবাস ভুমি আল্লার দান যে কোন মুল্লে তাহা আমাদের রক্ষা করিতে হইবে। যারা ভাষাভিত্তিক প্রশ্ন তুলে আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করতে চায় তারা পাকিস্তানের শত্রু। আমরা ঐক্যবদ্ধ মুসলিম জাতি হিসেবে টিকে থাকবো এবং শত্রুর দুরভিসন্ধি নস্যাৎ করে দেবো। তিনি আরও বলেন ভারত তার দেশের উপর যুদ্ধ চাপাইয়া দিলে সেই যুদ্ধ তিনি ভারতীয় ভূখণ্ডে নিয়া যাইবেন।
নোটঃ স্বাধীনতার পক্ষের লোকদের জোরপূর্বক শ্রম দিতে বাধ্য করা হয়। এই বিষয়ে আগে একটি পোস্ট আছে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!