৬ অক্টোবর ১৯৭১ঃ জাতিসংঘে মাহমুদ আলী
জাতিসংঘের সাধারন পরিষদে এক ভাষণে মাহমুদ আলী বলেন ভারত পাকিস্তানের উভয় সীমান্তে ২ লক্ষ সৈন্য মোতায়েন করছে এবং ইতিমধ্যে তারা পূর্ব পাকিস্তানের সীমান্তে ভারী অস্রের প্রয়োগ করছেন। ভারতের আগ্রাসী তৎপরতা বন্ধে তিনি জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন পাকিস্তান অনেক ধৈর্য ধারন করছে নচেৎ এতদিনে যুদ্ধ শুরু হইয়া যাইত। সম্ভাব্য যুদ্ধ বন্ধে তার দেশ নিরাপত্তা পরিষদকে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি উথানট কে লেখা ২০ জুলাই এর পত্রের কথা স্মরণ করাইয়া দেন।
নোটঃ কিছু ডিভিশন সৈন্য মধ্য ও দক্ষিণ ভারত থেকে প্রত্যাহার করিয়া সমগ্র পূর্ব পাকিস্তান সীমান্ত সংলগ্ন ক্যান্টনমেন্ট এ মোতায়েন শেষ হয়।