দৈনিক ইত্তেফাক
২৬শে ফেব্রুয়ারি ১৯৬৯
আজ সকাল দশটায় ‘পিণ্ডিতে গোলটেবিল বৈঠক :
আওয়ামী লীগের পক্ষে মুজিব ও নজরুল ইসলামের যোগদান : ভাসানী ও ভুট্টোর অংশগ্রহণ সম্পর্কে অনিশ্চয়তা
রাওয়ালপিণ্ডি, ২৫শে ফেব্রুয়ারী- আগামী কাল সকাল সাড়ে দশটায় প্রেসিডেন্টের অতিথি ভবনে সরকার ও বিরোধীদলের মধ্যে গোলটেবিল বৈঠক শুরু হইবে। আজ সকালে একথা এখানে সরকারীভাবে ঘোষণা করা হয়। নবাবজাদা নসরুল্লাহ খান আজ সন্ধ্যায় সাংবাদিকদের জানান যে, তিনজন দলনিরপেক্ষ নেতা এয়ার মার্শাল আসগর খান, বিচারপতি জনাব এস, এম, মোর্শেদ এবং লেঃ জেনারেল আজম খানও গোলটেবিল বৈঠকে যোগদান করিবেন। এয়ার মার্শাল আসগর খান ও বিচারপতি এস,এম, মোর্শেদ আজ সন্ধ্যার দিকে কেন্দ্রীয় গণতান্ত্রিক সংগ্রাম কমিটির বৈঠকে যোগদান করেন।
নবাবজাদা জানান যে, লাহোরে অবস্থানরত জেনারেল আজমের সহিত তাঁহার টেলিফোনে কথা হইয়াছে এবং তিনি প্রথম সুযোগেই বিমানযোগে লাহোর হইতে পিণ্ডি আসিয়া পৌঁছিবেন। পার্টির নেতা জনাব জেড এ ভুট্টো এবং জাতীয় আওয়ামী পার্টি নেতা মওলানা ভাসানী অথবা তাহাদের দলীয় প্রতিনিধিগণ গোল টেবিল বৈঠকে যোগদান করিবেন কিনা তৎসম্পর্কে তিনি কিছু জানেন না।
নবাবজাদা বলেন যে, গোল টেবিল বৈঠকে ডাক-এর প্রতিনিধি সংখ্যা কিছু বাড়িতে পারে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান যে, শেখ মুজিবর রহমান ও সৈয়দ নজরুল ইসলাম গোল টেবিল বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করিবেন।
ঈদুল আজহার জন্য সম্মেলনের বিরতি ঘটিবে কিনা জিজ্ঞাসা করা হইলে নবাবজাদা বলেন যে, আগামীকল্যকার বৈঠকের পর তাহা জানা যাইবে।
আওয়ামী লীগের ছয় দফা ডাক-এর প্রোগ্রামের অন্তর্ভুক্ত হইয়াছে কিনা জিজ্ঞাসা করা হইলে নবাবজাদা তাহার কোন জবাব দিতে অস্বীকার করেন। দলনিরপেক্ষ নেতারা সম্মেলন টেবিলে ডাক-এর মতামত সমর্থন করিবেন কিনা জিজ্ঞাসা করা হইলে নবাবজাদা বলেন যে, জাতীয় সমস্যাবলীর প্রশ্নে কোন দ্বিমত নাই বলিয়াই আমরা জানি। –এপিপি
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯