৬ অক্টোবর ১৯৭১ঃ অস্ট্রেলিয়ান সাহায্য
অস্ট্রেলিয়ান মিডিয়া জানায় অস্ট্রেলিয়ান সরকার পূর্ব পাকিস্তানের ভিতরে খাদ্য ও নগদ অর্থ সহায়তা বাবদ পাকিস্তান সরকারকে ১ লাখ মার্কিন ডলার মঞ্জুরি দিয়াছে। ক্যানবেরায় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ইয়ান সিনক্লেয়ার এ কথা জানান। অস্ট্রেলিয়ান পার্লামেন্টে ভারতে শরণার্থীদের সাহায্যের জন্য বেশ কয়েকজন সংসদ সদস্য এর আবেদন এবং অনশনের পর এই সাহায্যের কথা জানান। এই সাহায্য জাতিসংঘের বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রদান করা হইবে। সিন ক্লেয়ার জানান পূর্ব পাকিস্তানের জনগনের প্রতি তার সরকার ও জনগণের সমবেদনা আছে। কোয়েটায় অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত পি এইচ স্টুয়ারট এর আগে বলেন পূর্ব পাকিস্তান সমস্যা পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা তবে তার সরকার আশা করে পাকিস্তান সরকার দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করবেন। তার সরকার পাক ভারত সমস্যা পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী।