You dont have javascript enabled! Please enable it! 1971.10.04 | যে তথ্য গোপন করিলে দেশের অপূরণীয় ক্ষতি হইবে তাহা প্রকাশ অনুচিত- মালিক গোলাম জিলানী - সংগ্রামের নোটবুক

৪ অক্টোবর ১৯৭১ঃ মালিক গোলাম জিলানী

লাহোরের সাবেক এমএনএ করাচীতে সংবাদপত্রে প্রেরিত বিবৃতিতে বলেন যে তথ্য গোপন করিলে দেশের অপূরণীয় ক্ষতি হইবে তাহা প্রকাশ অনুচিত। তিনি বলেন পিপিপি এর চেয়ারম্যান ভুটটো এর ২৯ সেপ্টেম্বরের বক্তব্য এবং তাহার গ্রেট ট্র্যাজেডি বই পড়েছি। বইটি একটি গুরুত্বপূর্ণ দলিল। ইহা অবশ্যই যত্ন সহকারে পাঠ করিতে হইবে। জনগন যাহাতে সঠিক সিদ্ধান্তে উপনীত হইতে পারে এবং লেখার আগেই ইতিহাস যাতে বিকৃত না হয় তখনি সংশ্লিষ্ট জনগনের সামনে পেশ করা উচিত।
নোটঃ ভুটটো এর গ্রেট ট্র্যাজেডি বইটি এ সময় প্রকাশ হয়। বইটি রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করলে এক সপ্তাহেই বিক্রি হয়ে যায়।