You dont have javascript enabled! Please enable it! 1971.10.01 | পূর্ব পাকিস্তানে রাজনৈতিক সমাধানের জন্য সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে- সোভিয়েত প্রেসিডেন্ট - সংগ্রামের নোটবুক

১ অক্টোবর ১৯৭১ঃ সোভিয়েত প্রেসিডেন্ট .

সোভিয়েত প্রেসিডেন্ট দিল্লিতে ভারতীয় প্রেসিডেন্ট ভিভি গিরি প্রদত্ত এক ভোজসভায় বলেন ভারত সোভিয়েত সম্পর্কের আলোকে পূর্ব পাকিস্তানে রাজনৈতিক সমাধানের জন্য সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে। তিনি বলেন সামরিক সংঘাত অবশ্যই রোধ করিতে হইবে। ভিভি গিরি তাহার ভাষণে বলেন আর কোন শরণার্থী আসা রোধ করতে হবে এবং যারা আছে তাদের অবিলম্বে ফেরত নিতে হবে। গিরি সোভিয়েত সরকার পরিস্থিতি সঠিক ভাবে উপলব্দি করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।