সংগঠিত গণআন্দোলন বাংলাদেশ সরকারের স্বীকৃতি আদায় করবে
মানিকভাণ্ডার, ১০ জুলাই- অদ্য প্রবল বারিপাতের মধ্যেও মানিকভাণ্ডারে দুই সহস্রাধিক লােকের এক সমাবেশে অগ্নিযুগের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম বিপ্লবী নায়ক কমরেড গণেশ ঘােষ বলেন, পূর্ব বাংলায় আজ আগুন জ্বলছে। হিন্দু-মুসলমান, নারী-পুরুষ নির্বিশেষে যেখানে হাজারে হাজারে লোেক প্রাণ দিচ্ছেন স্বাধীনতার জন্য, ঐ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দেবার জন্য দলমত নির্বিশেষে সারা ভারতে দাবি উঠেছে। কিন্তু ভারত সরকার এই দাবিকে উপেক্ষা করে এখনও স্বীকৃতি দিচ্ছে না। স্বীকৃতি দিলেই যুদ্ধ করতে হয় না। দক্ষিণ ভিয়েতনামের সরকারকে অনেক দেশ স্বীকৃতি দিয়েছে। তাদের কি যুদ্ধ করতে হচ্ছে? স্বীকৃতি পেলে সংগ্রামী জনগণের মনােবল শক্ত হবে। তারা চান বাংলাকে ইয়াহিয়া শাহীর কবল থেকে মুক্ত করতে। তার জন্য চাই অস্ত্র দিয়ে সাহায্য করা। তাই ত্রিপুরার শ্রমিক, কৃষক, ছাত্র-যুবক তথা মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনের জোরেই বাংলাদেশ সরকারের স্বীকৃতি আদায় করতে হবে।
সূত্র: দেশের ডাক
২৩ জুলাই, ১৯৭১