২ অক্টোবর ১৯৭১ ওসমানী
জেনারেল ওসমানী পূর্বাঞ্চলীয় সেক্টর সমুহ পরিদর্শন করেন পশ্চিম পাকিস্তানে আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে তিন চার জায়গায় আওয়ামী লীগের ভাল অবস্থান ছিল। করাচী সিন্ধুর নওাব শাহ, সীমান্ত প্রদেশের কড়ক এবং লাহোরের শহরতলী এলাকা। কেন্দ্রীয় সহ সভাপতি কাজি ফয়েজ আহমেদকে ৬৯ সনের মে মাসে মুজিব টেলিগ্রাম করেন করাচীতে তার আসন্ন সাংগঠনিক সফর উপলক্ষে। সেখানে দুইজনের নাম আছে একজন পিরমানি অপর জন (মাস্টার) গুল খান। (মাস্টার) গুল খানও কেন্দ্রীয় সহ সভাপতি ছিলেন। আওয়ামী লীগ ৭১ এ ক্ষমতা প্রাপ্ত হইলে এরা মন্ত্রী বা গভর্নর হইতেন।
৭ম নৌবহর
৭১ সালে ৭ম নৌবহর মোতায়েন ছিল ভিয়েতনাম উপকুলে। ভিয়েতনাম যুদ্ধের কারনে তা আরও ভিতরে উত্তর ভিয়েতনামের কাছাকাছি টঙ্কিন উপসাগরে মোতায়েন ছিল। ১০ ডিসেম্বরে পাকিস্তানের সমর্থনে বঙ্গোপসাগরের দিকে রওয়ানা হলেও মালাক্কা প্রণালী (সিঙ্গাপুর) পৌঁছে সেখানে ২ দিন নোঙ্গর অবস্থায় ছিল। ১৫ ডিসেম্বর শ্রীলঙ্কার পূর্বে অবস্থান নেয়। সিঙ্গাপুরে নোঙ্গরের কারনে সোভিয়েত নৌবহর ব্লাদিভস্তক থেকে দেরীতে রওানা সত্ত্বেও ১৫ তারিখে তাদের মিসাইল রেঞ্জ এ চলে আসে। ১৬ ডিসেম্বর ৭ম নৌবহর আরও দক্ষিনে সরে যায় পিছু নেয় সোভিয়েত নৌ বহর। ১৭ ডিসেম্বর ৭ম নৌবহর সুমাত্রা অতিক্রম পর দ্বিধাগ্রস্ত অবস্থায় কিছুদিন অবস্থানের পর ১১ জানুয়ারী পূর্ব অবস্থানে ফেরত যায়।