You dont have javascript enabled! Please enable it! 1971.10.01 | প্রাক্তন মাদরাসা ছাত্র সম্মেলন - সংগ্রামের নোটবুক

০১ অক্টোবর ১৯৭১ প্রাক্তন মাদরাসা ছাত্র সম্মেলন

ইসলামী সংগ্রাম পরিষদের সভাপতি মালানা মাসুমের সভাপতিত্বে প্রাক্তন মাদরাসা ছাত্রদের সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় ঘোষণা করা হয়- ইসলামের সেবকরা যদি দৃঢ় কণ্ঠে আওয়াজ তুলে তবে দেশে যে দুর্দিন নেমে এসেছে তা দূর হতে বাধ্য। সম্মেলনের উদ্বোধক ছিল জামাত নেতা মালানা আব্দুর রহিম। সম্মেলনে ডা. মোস্তাফিজুর রহমান, মালানা আব্দুল জব্বার চাখারী, মওলানা নজিবুল্লাহ, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, হাফেজ নেসার উদ্দিন আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে পাকিস্তানের ঐক্য ও সংহতিবিরোধী ষড়যন্ত্রের কঠোর নিন্দা, দুশমনদের আক্রমণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দান, মাদরাসা ছাত্রদের বাধ্যতামূলক সামরিক শিক্ষা দান ইত্যাদি প্রস্তাব গৃহীত হয়। আব্দুল জব্বার চাখারীকে সভাপতি এবং মওলানা নজিবুল্লাহ, মওলানাকামাল উদ্দিন, মওলানা রওশন আলী ও মওলানা এমএম আব্দুল লতিফকে সহ-সভাপতি, মওলানা আশরাফ আলী খানকে সম্পাদক এবং মওলানা সিদ্দিকুর রহমান, মওলানা আমজাদ হোসেন, মওলানা সোলায়মান, জয়নাল আবেদীনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়।