২৯ নভেম্বর ১৯৭১ঃ পচাগর যুদ্ধ
পচাগরের দক্ষিনে বোদায় ভারতীয় বাহিনী অগ্রসর হওয়ার সংবাদে পাকবাহিনী গতকালের তুমুল যুদ্ধের পর পূর্ব দিকে সরে যায় যাহাতে তারা সৈয়দপুর পৌছতে পারে। পাকবাহিনী সরে যাওয়ার সাথে সাথে পচাগর শত্রুমুক্ত হয়। বলা হয় এই দিন পঞ্চগড় মুক্ত দিবস। আসলে এই দিন পচাগর শহর মুক্ত দিবস। পুরা মহকুমা (তখন মহকুমা ছিল না উত্তর ঠাকুরগাঁও নামে পরিচিত ছিল) এলাকা মুক্ত হয় ২ ডিসেম্বর। ছবিঃ পাকিস্তানী সৈন্য । আব্বাস আত্তার। ঠাকুরগাঁও (পঞ্চগড়)