২৮ নভেম্বর ১৯৭১ঃ কুড়িগ্রামের উত্তরাংশ দখল
ভারতীয় বাহিনীর সাহায্য নিয়ে ৬নং সেক্টরের মুক্তিবাহিনী নাগেশ্বরী দখল করে। মুক্তি বাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন নওাজেশ। পাক সরকারের মুখপাত্র জানান নাগেশ্বরীতে ভারতীয় ৯ মাউনটেইন ব্রিগেড এর ৪ রাজপুত ব্যাটেলিয়ন তাদের চর সমেত এই হামলা করে। তবে নাগেশ্বরী পতন হয়েছে কিনা তা স্বীকার করেননি। ধরলা নদীর সমগ্র উত্তর পাড় মুক্ত হয়েছে এদিন।