২৮ নভেম্বর, ১৯৭১ঃ হিলি
যৌথ বাহিনীর এবং পাকবাহিনীর মধ্যে বিক্ষিপ্ত ভাবে শেলিং হচ্ছে। যৌথ বাহিনী দুটি অক্ষে স্থির আছে। পাক বাহিনী তাদের শক্তি বৃদ্ধি করছে। জেনারেল নিয়াজি এলাকা সফর করে গেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে গেছেন।
নোটঃ বিভিন্ন বই পুস্তক এবং দিনলিপিতে বর্ণীত এই দিনে ভয়াবহ যুদ্ধ এবং ৪৫০ জন পাক সৈন্য নিহতের তথ্য ভুয়া।