You dont have javascript enabled! Please enable it!

শরণার্থী সেবার অন্দর মহলে—

ত্রিপুরার শরণার্থীদের জন্য আন্তর্জাতিক দান হিসাবে: ১০৫ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল মঞ্জুর হয়। উহা বিলােনিয়াতে চালু করিবার পরিকল্পনাও হইয়াছে। অথচ হাসপাতালের পাত্তা নাই। মালপত্র সব দমদম বিমান ঘাঁটিতে আগরতলা আসিবার পারমিটের অপেক্ষায় কোনাে কাজে লাগিতেছে না। ঐ হাসপাতালটিকে বিহারে নিয়া চালু করিবার ষড়যন্ত্র হইতেছে। বিহারে মােট শরণার্থীর সংখ্যা ত্রিপুরার (তের লক্ষের) এক শতাংশেরও কম (দশ হাজার)। বলা অনাবশ্যক ষড়যন্ত্রটা এখানে, ওখানে ও সেখানে সর্বত্রই উপরতলার খাস কামরায় হইতেছে। পশ্চিমবঙ্গের রিলিফ উপরওয়ালা কর্নেল পিএন লুথরা তার ত্রিপুরা রিলিফের সর্বময় কর্তা হইলেন শ্রী সাইগল- উভয়েই বহু দেশ ও বাঙালি প্রীতির জন্য পদ্মবিভূষণ উপাধি পাইবার অধিকারী।

সূত্র: ত্রিপুরা
১ সেপ্টেম্বর, ১৯৭১
১৫ ভাদ্র, ১৩৭৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!