You dont have javascript enabled! Please enable it!

শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি
আবেদন

বন্ধুগণ, বাংলাদেশ হইতে আগত লক্ষ লক্ষ শরণার্থীর দুর্গতি আপনাদের দৃষ্টি নিশ্চয়ই আকর্ষণ করিয়াছে। শিশু, রােগী ও বৃদ্ধের দুরবস্থা সবচাইতে করুণ। সরকার অবশ্য যথাশক্তি সাহায্য দানের ব্যবস্থা চালু রাখিয়াছেন। এ ছাড়াও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান শরণার্থীদের সেবার কাজে অগ্রসর হইয়াছেন। তথাপি প্রতিটি শিবিরেই করণীয় যথেষ্ট রহিয়াছে। বিশেষত শীত সামনে আসিতেছে। বস্ত্রাদির অভাব বিশেষভাবে উপলব্ধি হইতেছে। শীত বস্ত্রেরও আশু প্রয়ােজন।
নরনারায়ণের সেবার কাজ আমরা ধর্মকাজ বলিয়া মনে করি। এ বিষয়ে ঠাকুর স্বামীজীর আদর্শকে জীবনে প্রয়ােগ করার কাজে অগ্রসর হই।
এই দান গ্রহণ করার উদ্দেশে আগরতলা শহরের বিভিন্ন অঞ্চল কয়েকটি আঞ্চলিক উপসমিতি গঠিত হইয়াছে এবং সেবাসমিতির কেন্দ্রীয় অফিস গাঙ্গাইল রােডস্থিত শ্রীরামকৃষ্ণ আশ্রমে রহিয়াছে। জাতি, ধর্মনির্বিশেষে মানবতার এই পূজায় দলে দলে আপনারা আগাইয়া আসুন। এই আমাদের আবেদন। শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির সভ্যবৃন্দ।

সূত্র: ত্রিপুরা
২৫ আগস্ট, ১৯৭১
৮ ভাদ্র, ১৩৭৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!