শরণার্থী শিবিরে লে. গভর্নর
আগরতলা, ২২ আগস্ট: আর ত্রিপুরার লে. গভর্নর শ্রীবালেশ্বর প্রসাদ। তাঁর পত্নি বামুটিয়া অঞ্চলের ছেচুরিয়া শরণার্থী পরিদর্শন করেন। শ্ৰীপ্রসাদ ও তার পা ঐ শিবিরে পৌছলে শিবিরবাসীরা তাদেরকে বিপুলভাবে সংবর্ধনা জানান। লে. গভর্নর ও তার পত্নি ঘুরে ঘুরে সমস্ত শিবিরটি পরিদর্শন করেন এবং তাদের আসার কারণ। সুবিধা-অসুবিধা সম্বন্ধে অবহিত হন।
শিবিরের ছােট ছােট ছেলেমেয়ে যাতে অলসভাবে বসে সময় নষ্ট না করে কিছু শিক্ষা লাভ করতে পারে তার জন্য প্রতিটি ক্যাম্পে স্কুল খােলার জন্য শ্রী প্রসাদ সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশ দেন। যে সমস্ত শিক্ষিত যুবক ক্যাম্পে রয়েছে তাদেরকে এই কাজে নিয়ােগ করার জন্যও বলেন, অবশেষে লে. গভর্নর ও শ্রীমতী প্রসাদ শিবিরবাসীদের মধ্যে বস্ত্র বিতরণ করেন।
সূত্র: ত্রিপুরা
২৫ আগস্ট, ১৯৭১
৮ ভাদ্র, ১৩৭৮