You dont have javascript enabled! Please enable it!

চীনা পিপলস ডেইলীর গাত্রদাহ

টোকিও, ৮ ডিসেম্বর (এপি)= চীনের কমিউনিস্ট পার্টির সংবাদপত্র “পিপলস ডেইলি” পত্রিকায় আজ লিখেছে যে বাঙলাদেশ “ভারতীয় প্রতিক্রিয়াশীদের পকেটের খেলনা।” এবং বাঙলাদেশ সরকারকে স্বীকৃতি দেওয়া “আজগুবি ঠাট্টা।
ঐ কাগজের এক প্রসঙ্গে বলা হয়েছে যে, “তথাকথিত বাঙলাদেশকে এই স্বীকৃতির দ্বারা আইন সঙ্গত আবরণ দেওয়া যাবে বলে ভারত সরকার মনে করে। কার্যতঃ এটা অতি ধূৰ্ত্তামি হয়েছে। এই কুৎসিৎ ঘটনা ভারতীয় সম্প্রসারণ বাদীদের পূর্ণ পাকিস্তান দখল করার নেকড়ে সুলভ ইচ্ছাকেই প্রকাশ করে দিয়েছে।”

সূত্র: কালান্তর, ৯.১২.১৯৭১