You dont have javascript enabled! Please enable it! 1971.11.30 | পশ্চিম পাকিস্তান সামরিক বাহিনী বাংলাদেশে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাবে ভারতের পক্ষে তা বরদাস্ত করা হবে না- ইন্দিরা গান্ধী - সংগ্রামের নোটবুক

৩০ নভেম্বর ১৯৭১ঃ ইন্দিরা গান্ধী

ভারতের রাজ্যসভায় ৩ ঘণ্টা ব্যাপী এক সেশনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন পাকিস্তান যদি সত্যি পাক ভারত উপমহাদেশে শান্তি আশা করে তবে বাংলাদেশের বুক থেকে পশ্চিম পাকিস্তান সামরিক বাহিনীকে প্রত্যাহার করতে হবে এবং এটা হবে শান্তির স্বপক্ষে সক্রিয় পদক্ষেপ। পশ্চিম পাকিস্তান সামরিক বাহিনী বাংলাদেশে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাবে ভারতের পক্ষে তা বরদাস্ত করা হবে না। তা ছাড়া বাংলাদেশে পশ্চিম পাকিস্তান সামরিক বাহিনীর অবস্থান ভারতের নিরাপত্তার পক্ষেও বিপজ্জনক। পাকিস্তানের পক্ষ থেকে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকা পর্যন্ত ভারত পশ্চিম সীমান্ত হতেও সৈন্য প্রত্যাহার করবে না। দু দু বার পাকিস্তানের ভারত আক্রমন থেকে ভারতের এই অভিজ্ঞতা হয়েছে। পাকিস্তানের পক্ষে প্ররোচনা মুলক ক্রিয়াকলাপ যে কোন সময়েই মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তিনি জোর দিয়ে বলেন যে কোন ছলছুতোয় পাকিস্তান যদি কাশ্মীর আক্রমন করে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে।