৩০ নভেম্বর ১৯৭১ঃ ওয়াজিরিস্থানের মেহসুদ উপজাতির ৪০০০০ সদস্য যুদ্ধের জন্য প্রস্তুত
ওয়াজিরিস্থানের টক (পূর্বে কোন পোস্টে টক এলাকার টচি স্কাউটের কথা বলা হয়েছিল ইত্তেফাকে তাদের টক বলছে তাই উচ্চারন হবে টকি স্কাউট) এলাকার মেহসুদ উপজাতির ৪০০০০ সদস্য পূর্ব পাকিস্তানে যুদ্ধে যোগদানের তাদের ইচ্ছা পোষণ করেছে। এরা যোদ্ধা জাতি হিসাবে সুপরিচিত। এবং তাদের এলাকা স্বায়ত্তশাসিত ধরনের। এই অঞ্চল ফাটা নামে পরিচিত।