৩০ নভেম্বর ১৯৭১ঃ জুলফিকার আলী ভুটটো ও নুরুল আমিন
গতরাতে এক টেলিভিশন সাক্ষাৎকারে জুলফিকার আলী ভুটটো বলেন ইন্দিরা গান্ধী তার দেশের প্রধানমন্ত্রী হিসেবে নয় শেখ মুজিবের কৌঁসুলি হিসেবে কাজ করছেন। শেখ মুজিবকে মুক্তি দিয়ে পূর্ব পাকিস্তান সমস্যার সমাধান করার প্রস্তাব ভিত্তিক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। নুরুল আমিনও একই সাক্ষাৎকার অনুষ্ঠানে ছিলেন তিনি এক প্রশ্নের জবাবে বলেন প্রদেশে পাকিস্তানী কৌশল পরিবর্তনের কোন প্রয়োজন নেই।
এই দিনে জুলফিকার আলি ভুটটো ও নুরুল আমিন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন। পরে জুলফিকার আলি ভুটটো সাংবাদিকদের জানান সরকারে বাইরে থেকেও জাতির সেবা করা যায় তিনি এ প্রসঙ্গে তার চীন সফরের উদাহরন দেন। তিনি বলেন সঙ্কট এখন কাটিয়ে উঠা সম্ভব এজন্য আমাদের দিতে হবে নিরাপত্তা এবং অবাধ ক্ষমতা। তিনি সত্যিকার অর্থের প্রতিনিধিত্বশীল সরকার গঠনের দাবি জানিয়েছেন।
সাক্ষাতের পরে নুরুল আমিন সাংবাদিকদের বলেন বর্তমানে ভারতীয় আক্রমনের মোকাবিলায় স্ব স্ব মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।