ত্রিপুরায় আগত শরণার্থীদের রাজ্যের বাইরে পাঠানাের প্রস্তাব গৃহীত
আগরতলা, ২৫ জুন ॥ বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের ভারতের অন্যান্য প্রদেশে স্থানান্তরিত করা এবং শরণার্থীদের সমস্ত দায়িত্ব কেন্দ্রীয় সরকার কর্তৃক গ্রহণ করে ত্রিপুরা রাজ্যের দুর্বল অর্থনীতির। কমাননার অনুরােধ জানিয়ে বিধান সভায় একটি বেসরকারি প্রস্তাব সংশােধনীসহ গৃহীত হয়েছে।
মার্কসবাদী কমিউনিস্ট সদস্য অভিরাম দেববর্মা প্রস্তাব সমর্থন করে বলেন, সে কেন্দ্রীয় মন্ত্রীদের ত্রিপুরার শরণার্থী শিবির পরিদর্শন না করে সেসব প্রদেশে যাওয়া উচিত যারা শরণার্থীদের ভার বইতে অস্বীকার করছে।
সূত্র: দেশের ডাক
০২ জুলাই, ১৯৭১
১৭ আষাঢ়, ১৩৭৮