You dont have javascript enabled! Please enable it!

২৯ নভেম্বর ১৯৭১ঃ বয়রা ফ্রন্টে (যশোর) যুদ্ধ

এদিন যৌথ বাহিনী কমলপুর বিওপি আক্রমন করে। এখানে তুমুল সংঘর্ষ চলে। তবে এখনও উভয় পক্ষের অবস্থা স্থিতিশীল আছে। চৌগাছা থেকে যশোর আক্রমন অব্যাহত আছে। এখনও যৌথ বাহিনী আফ্রা পর্যন্ত অবস্থান করছে। এই সংঘর্ষে পাক অবস্থানে থাকা কিছু বিদেশি সাংবাদিক যুদ্ধ কভার করছেন। এখানে ১ জে কে রাইফেলস এর কয়েকজন সৈন্য পাকিস্তানী বাহিনীর হাতে ধরা পরে। যশোরের পশ্চিমে কপোতাক্ষ নদীর পূর্ব পাড়ে শিখ লাইট ইনফ্যান্ট্রি এর দুই কোম্পানির সৈন্য ৭টি ট্যাঙ্ক সহ অবস্থানের কথা পাকিস্তান মুখপাত্র স্বীকার করেছেন।