২৮ নভেম্বর ১৯৭১ঃ ত্রিদিভ রায়
জাতীয় পরিষদ সদস্য ও প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের এর বিশেষ দুত ত্রিদিভ রায় কলম্বোতে ২৪ জন শীর্ষ বৌদ্ধ নেতার সাথে সভা করেন। তিনি পূর্ব পাকিস্তানে বৌদ্ধ নির্যাতনের কথা তাদের কাছে তুলে ধরেন। সেখানে তাকে বৌদ্ধ নেতা ডিএফ বড়ুয়া হত্যায় তার সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্ন করা হলে তা তিনি অস্বীকার করে বলেন বিচ্ছিন্নতাবাদীরাই তাকে হত্তা করেছে। তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েকের কাছে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের পত্র পৌঁছে দেয়ার সময় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পূর্ব পাকিস্তান সমস্যার শান্তিপূর্ণ সমাধানে তার আগ্রহের প্রশংসা করেন।