২৮ নভেম্বর ১৯৭১ঃ খাজা আসকারী ঢাকা শহরের চীফ ওয়ার্ডেন নিযুক্ত
বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তুতি হিসেবে খাজা আসকারীকে ঢাকা শহরের চীফ ওয়ার্ডেন নিযুক্ত করে ওয়ার্ডেন কার্যক্রমকে পুনরুজ্জীবিত করা হয়। সৈয়দ মোহসীন আলী, আজগর হোসেন, শুক্কুর মুহম্মদ, ক্যাপটেন (অবঃ) খুরশীদ আহমদকে বিভাগীয় প্রধান করে ঢাকাকে চারটি ডিভিশনে বিভক্ত করা হয়। চীফ ওয়ার্ডেন-এর সহকারী হিসেবে নিযুক্ত হয়েছেন কেএম বশীর এবং আবদুর রহিম। শহরের ৩২টি ইউনিয়নে ৩২ জনের অধীনে ১৭০ জন লোক শহর প্রতিরক্ষায় কাজ করবে।
নোটঃ কথিত ঢাকার শেষ নবাব খাজা আসকারী আইউব আমলে প্রাদেশিক মন্ত্রী ছিলেন। ৬৯ গন আন্দোলনে তার বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছিল। সম্পত্তির কারনেই স্বাধীনের পর বাংলাদেশে ছিলেন অনেকদিন। ঠিক কবে থেকে বাংলাদেশে বসবাস শুরু করেছিলেন তা জানা নাই। সম্পত্তি বিক্রয় শেষ করেই পাকিস্তান চলে যান এবং সেখানেই মারা যান।