২৭ নভেম্বর ১৯৭১ঃ যশোর
রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সরকারের মুখপাত্র বলেন চৌগাছা দখলের পর আরও শক্তিশালী রুপে ভারতীয় বাহিনী যশোরের দিকে অগ্রসর হলে আব্দুলপুরে তাদের সাথে পাক বাহিনীর প্রচণ্ড যুদ্ধ হয়। যশোরের পশ্চিমে কায়েমখলায় ভারতীয় বাহিনীর আরও একটি বড় আক্রমন প্রতিহত করা হয়েছে। জেনারেল নিয়াজি গতকাল এখানে যুদ্ধ পরিস্থিতি নিজে দেখে যান। ভারতীয় বাহিনী যশোরের ৫ মাইলের মধ্যে আছে ভারতীয় বেতারে প্রচারিত এমন সংবাদ মুখপাত্র অস্বীকার করেন।