২৭ নভেম্বর ১৯৭১ঃ মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র চার্লস ব্রে পাক ভারত উত্তেজনা প্রশমনে রাশিয়ার কাছে তার দেশের উদ্বেগ এর কথা জানিয়েছে। শেখ মুজিবুর রহমানকে মুক্তিদানের জন্য পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের নিক্সন সরকারের অনুরোধের যে কথা সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে তিনি দৃঢ়ভাবে তার সত্যতা অস্বীকার করেন। তিনি বলেন ভারত সরকারের প্রস্তাব ছিল শেখ মুজিবের মুক্তির পর ইয়াহিয়া মুজিব বৈঠকের মাধ্যমে যুদ্ধ পরিহার করা। যুক্তরাষ্ট্র পাক ভারত সমস্যা নিরাপত্তা পরিষদে উত্থাপন করা বিষয়ে তিনি বলেন উহা অনেক বিকল্পের একটি। তিনি বলেন এ বিষয়ে তার দেশ কয়েকটি দেশের সাথে গোপন শলাপরামর্শ করে আসছে। পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের গোপন সামরিক চুক্তি সম্পর্কে তিনি বলেন উহা সত্য নয়।