২৭ নভেম্বর ১৯৭১ঃ লে. জেনারেল নিয়াজী
লে. জেনারেল নিয়াজী এদিন নাটোর হয়ে হিলি এলাকা পরিদর্শনে যান। সেখানে তিনি বেশ কয়েকটি বাঙ্কার পরিদর্শন করেন। কম সৈন্য নিয়ে একের পর এক ভারতীয় আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হওয়ায় তিনি সৈন্যদের প্রশংসা করেন। হিলিতে তিনি কিছু বিদেশী সাংবাদিকদের সাক্ষাত প্রদান করেন এবং একজন মহিলা সাংবাদিককে ঢাকায় সাক্ষাত দিবেন বলে তার হেলিকপ্টারে ঢাকা নিয়ে আসেন।
সাভারে রাজাকার কোম্পানী কমান্ডারদের প্রথম দলের প্রশিক্ষণ এর বিদায়ী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন লে. জেনারেল নিয়াজী। রাজাকারদের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দেশের শত্রুদের নিশ্চিহ্ন করে দিতে হবে। রাজাকারদের উপর নির্ভর করছে দেশের ভিতরের শান্তি-শৃঙ্খলা। রাজাকার কমান্ডারদের আরেক ব্যাচের ট্রেনিং ২৯ নভেম্বর থেকে শুরু হবে বলে এদিন জানানো হয়।