২৫ নভেম্বর ১৯৭১ঃ বিদেশী রাষ্ট্রবর্গ
পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত হামফ্রে প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের একখানা পত্র নিয়ে ইয়াহিয়া খানের সাথে দেখা করেন। ইয়াহিয়া খান কয়েক দিন আগে ভারতীয় হামলার প্রেক্ষাপটে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে একটি পত্র দিয়েছিলেন আলোচ্য পত্র খানা তার জবাব।
জাপানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সুতোমো ওয়াদা ভারত ও পাকিস্তানের রাষ্ট্র প্রধানকে তাদের সমস্যা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের আহবান জানিয়েছেন।
রাজধানী বন থেকে প্রাপ্ত সংবাদে বলা হয়েছে রাওয়ালপিন্ডিস্থ পশ্চিম জার্মান দুতাবাস পাকিস্তানের সীমান্ত এলাকা থেকে তার দেশের নাগরিকদের অপসারণের কাজ শুরু করেছে। এদের বেশীর ভাগ লাহোরে কর্মরত। এদের দেশে ফিরিয়ে নেয়ার আগে করাচীতে নেয়া হবে।