২৬ নভেম্বর ১৯৭১ঃ ন্যাশনাল আওয়ামী পার্টি নিষিদ্ধ
প্রেসিডেন্ট ইয়াহিয়া এদিন এক ঘোষণায় ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সকল গ্রুপ নিষিদ্ধ ঘোষণা করে। তিনি জানান, এর মধ্যেই ন্যাপের কতিপয় নেতাকে গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, দলটি পাকিস্তানের স্বার্থ ও নিরাপত্তার বিরুদ্ধে কাজ করছিলো। শুরু থেকেই এ দলের কিছু নেতা পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করে এবং এরা কোনো দিন পাকিস্তানকে মেনে নিতে পারেনি। এদের প্রতিটি কর্মী পূর্ব-পাকিস্তানে নাশকতামূলক কাজে লিপ্ত রয়েছে। অধ্যাপক মোজাফ্ফর আহমদ বর্তমানে বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। পূর্ব-পাকিস্তানে বিদ্রোহ সৃষ্টিকারীদের মধ্যে সে মওলানা ভাসানীকে সবচাইতে বেশি দায়ী করেন। গাফ্ফার খানকে সে ঘোরতর পাকিস্তানবিরোধী হিসেবে উল্লেখ করে বলে, এই ব্যক্তিটি কখনোই পাকিস্তান বিরোধিতা থেকে বিরত হয়নি এবং বর্তমানেও সে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।