২৬ নভেম্বর ১৯৭১ঃ নিয়াজী
লেঃ জেনারেল নিয়াজী যশোরে এক বিরাট জনসভায় ভারতের আক্রমনের বিরুদ্ধে তার সেনাবাহিনীর লড়াই এর প্রশংসা করেছেন। তিনি সেনাবাহিনীর পাশে থাকার জন্য যশোর বাসীকে ধন্যবাদ জানান। তিনি যশোর বাসীকে বীর মুঝাহিদ আখ্যায়িত করে বলেন পাকিস্তানের প্রত্যেক নাগরিক নিজ নিজ দায়িত্ব আন্তরিক ভাবে পালন করে এবং সেনাবাহিনীর সহযোগিতা করে দেশের প্রতিরক্ষার কাজে সামিল হতে পারে। তিনি মুসলিম জাতির ইতিহাস তেনে বলেন ভারত এই অঞ্চলের মুসলমান দের শাসন করতে চায় কিন্তু মুসলমানগন তাহা হতে দিবে না।