You dont have javascript enabled! Please enable it! 1971.11.26 | কেন্দ্রীয় শান্তি কমিটি সদস্য মোহন মিয়ার মৃত্যু - সংগ্রামের নোটবুক

২৬ নভেম্বর ১৯৭১ঃ কেন্দ্রীয় শান্তি কমিটি সদস্য মোহন মিয়ার মৃত্যু

প্রাদেশিক পিডিপি নেতা ও কেন্দ্রীয় শান্তি কমিটি সদস্য ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া পশ্চিম পাকিস্তানের করাচীতে মারা গিয়াছেন। তিনি পাকিস্তানের সম্ভাব্য কোয়ালিশন সরকারের মন্ত্রীসভা গঠন প্রক্রিয়ায় যুক্ত ছিলেন এবং দলীয় প্রধান নুরুল আমিনের সাথে পরামর্শক হিসাবে সেখানে অবস্থান করছিলেন। পিআইএ এর এক ফ্লাইটে তার লাশ ঢাকা আনার ব্যাবস্থা করা হয়েছে। ফরিদপুর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। সাবেক মুখ্যমন্ত্রী ও পিএনএল সভাপতি আতাউর রহমান তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আতাউর রহমান বলেন তার মৃত্যুতে তিনি তার একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারালেন। সাবেক মন্ত্রী ও বুদ্ধিজীবী আবুল মনসুর আহমেদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন অনুজ প্রতিম ঘনিষ্ঠ বন্ধুর অকাল মৃত্যুতে আমি অতিশয় মর্মাহত। দেশের বর্তমান দুর্দিনে তার মত নেতার অভাব দেশবাসী গভীর ভাবে অনুভব করবে। আমার জন্য ইহা ব্যাক্তিগত বন্ধু বিয়োগ। আমি শোকসন্তপ্ত পরিবারকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

নোটঃ মোহন মিয়া কেএসপি এর সাথে যুক্ত ছিলেন এবং কয়েক টার্ম স্বল্প মেয়াদে পূর্ব পাকিস্তানের মন্ত্রী ছিলেন। ১৯৫৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রাদেশিক পরিসদ ভবনে ডেপুটি স্পিকারের প্রতি কাঠের টুকরা নিক্ষেপক ছিলেন তিনি। এ আঘাতে ডেপুটি স্পিকার ৩ দিন পরে মারা গিয়েছিলেন। আয়ুবের সামরিক শাসনের শেষের দিকে তিনি এনডিএফ এর সাথে যুক্ত ছিলেন। এনডিএফ পরে পিডিএম এবং পিডিপিতে রুপান্তরিত হলে তিনি সেখানে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ১৯৫৭-৫৮ সালে শেখ মুজিব সরকার থেকে ফরিদপুরের চরে কিছু জমি বন্দোবস্ত নিলে তিনি সে জমি দখলে নেন। ৭১ এ তিনি শান্তি কমিটি গঠনে গুরুত্ব পূর্ণ ভুমিকা রাখেন এবং এর কেন্দ্রীয় নেতা মনোনীত হন। কেন্দ্রীয় নেতা হিসেবে তিনি সকল সভা সমাবেশ মিছিলে নিয়মিত অংশ নিতেন।