২৬ নভেম্বর ১৯৭১ঃ গভর্নর ডা. মালিক
গভর্নর ডা. মালিক পশ্চিম-পাকিস্তানে এদিন এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারত আনুষ্ঠানিক যুদ্ধ শুরুর পর এক্ষনে কতিপয় চরম বিদ্রোহী ও ভারতীয় চরেরা এখন বুঝতে পেরেছে, স্বাধীন বাংলাদেশ আন্দোলন আসলে একটা ভাঁওতা মাত্র। তিনি বলেন, আ’লীগের বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতাও বর্তমানে বুঝতে পেরেছে যে, তারা তাদের নেতাদের দ্বারা প্রতারিত হয়েছে এবং এরা দেশে ফেরার জন্যে বর্তমানে উদগ্রীব। তিনি সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, রাজাকার, আল-বদর ও মুজাহিদদের সহায়তায় বীর সশস্ত্র বাহিনী শত্রুদের উপর চরম আঘাত হানবে।