২৫ নভেম্বর ১৯৭১ঃ যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক টাইমসের ২৫ তারিখ সংখ্যায় প্রকাশিত নিবন্ধ থেকে জানা যায় প্রেসিডেন্ট নিক্সন অবিলম্বে শেখ মুজিবকে মুক্তি দিয়ে তার সাথে আলোচনা করে পূর্ব পাকিস্তান সমস্যার সমাধান করার জন্য ইয়াহিয়া খানের প্রতি আহবান জানিয়েছেন। একই সাথে তিনি নিরাপত্তা পরিষদে উক্ত বিষয়ে পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজারস যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় চার্জ দ্যা এফেয়ারস মহারাজ কৃষ্ণা রাসগোত্র এবং পাকিস্তানী রাষ্ট্রদূত আগা মোহাম্মদ রাজাকে পর রাষ্ট্র দপ্তরে তলব করে উভয়ের সাথে পৃথক পৃথক এক বৈঠকে জানান পাক ভারত সমস্যা সমাধানে তার দেশের নতুন কোন প্রস্তাব নেই। যুক্তরাষ্ট্র সীমান্ত হতে উভয় দেশের সৈন্য প্রত্যাহার চায়।