You dont have javascript enabled! Please enable it! 1971.11.26 | লুবাছরা চা বাগান( কানাইঘাট সীমান্ত) যুদ্ধ - সংগ্রামের নোটবুক

২৬ নভেম্বর (২৮?) ১৯৭১ঃ লুবাছরা চা বাগান( কানাইঘাট সীমান্ত) যুদ্ধ

ভারতীয় বাহিনীর ৪/৫ গুর্খার সহযোগিতায় ১ ইস্ট বেঙ্গলের আলফা ও ব্রাভো কোম্পানি জকিগঞ্জ কানাইঘাটের কিছু অংশ দখল করে কানাইঘাটের দিকে অগ্রসর হয়। ভারতীয় বাহিনীর ক্যাপ্টেন হামিদ এর এক কোম্পানি (অংশ) এর সহযোগিতায় ১ ইস্ট বেঙ্গলের ডেল্টা কোম্পানি উত্তর দিক থেকে লুবাছরা চা বাগান ধরে অগ্রসর হয়। পাকিস্তানী ৩১ পাঞ্জাবের এক কোম্পানি, থল/খাইবার স্কাউট, রাজাকার সমন্বয়ে গঠিত বাহিনীর সাথে যুদ্ধ হয়। উভয় পক্ষে বেশ হতাহত হয়। তবে পাকিস্তান পক্ষেই অনেক বেশী হতাহত হয়। এখানে ক্যাপ্টেন মাহবুব শহীদ হন। পাকিস্তান পক্ষে মারা যান মেজর সারওয়ার (পাকিস্তান তাকে ২৮ নভেম্বর মৃত্যু দেখায়)। এই যুদ্ধে মাহবুব বীর উত্তম, ওয়াকার হাসান, সুবেদার হজরত আলী সহ বেশ কয়েকজন বীর প্রতীক খেতাব প্রাপ্ত হন। লুবাছরা চা বাগান মালিক স্কটিশ বাঙালী জেমস লিউ ফারগুসন ওরফে নানকা এই যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি কুমিল্লা রেসিডেনটসিয়াল স্কুল/ক্যাডেট ছাত্র ছিলেন। সেখানকার ইউ পি চেয়ারম্যান হিসাবে ৫ টার্ম দায়িত্ব পালন করেন।
নোটঃ এই যুদ্ধের তারিখ ২৮ নভেম্বর- সুত্র স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র ১০ খণ্ড