২৪ নভেম্বর, ১৯৭১ঃ অধ্যাপক গোলাম আজম
লাহোরে এক সংবর্ধনা সভায় পূর্ব-পাকিস্তান জামাতের আমীর অধ্যাপক গোলাম আজম বলেন পূর্ব পাকিস্তানের উপর ভারতীয় হামলার দাতভাঙ্গা জবাব দেয়ার জন্য পশ্চিম ফ্রন্টে ভারতের উপর হামলা চালানোর জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান। তিনি বলেন গত কয়েক মাস ধরে পাকিস্তান সেনাবাহিনী সীমান্তে ভারতীয় হামলা প্রতিহত করে আসছে। সম্প্রতি ঘোষণা ছাড়াই ৪ দিক থেকে আক্রমন পূর্ণ যুদ্ধে রুপ নিয়েছে। পাকিস্তানের উচিত আর প্রতিরোধ না করে সরাসরি পাল্টা আক্রমন করা। এই পাল্টা আক্রমন পশ্চিম পাকিস্তান থেকেই করা উচিত। আর যদি এটা না করা হয় ভারত এটাকে পাকিস্তানের দুর্বলতা ভাববে।