You dont have javascript enabled! Please enable it! 1971.11.25 | জনগনের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর বিলম্ব করা হলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে- জুলফিকার আলী ভুট্টো  - সংগ্রামের নোটবুক

২৫ নভেম্বর ১৯৭১ঃ জুলফিকার আলী ভুট্টো

জুলফিকার আলী ভুট্টো পাঞ্জাবে বলেন মার্চ মাস থেকে সরকারকে হুশিয়ার করে আসছি। জনগনের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর বিলম্ব করা হলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে। কালের প্রবাহে আমাদের কথা সত্যি হয়েছে। ভারত পাকিস্তানের উপর হামলা করতে সাহস পেয়েছে কারন পাকিস্তানে জনগনের সরকার নেই। ভারতের অভিসন্ধি আমি বুঝি তারা পূর্ব পাকিস্তানের কিছু এলাকা দখল করে তাসখন্দের মত আরেকটি শান্তি চুক্তি করতে চায়। পরে রাওয়ালপিন্ডি যাত্রার প্রাক্কালে তিনি বলেন নতজানু হয়ে কারো সাহায্যের পরিবর্তে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে সমস্যার মোকাবেলা করা উচিত। পাকিস্তানের এখনি জাতিসঙ্ঘে যাওয়া উচিত হবে না।