২৫ নভেম্বর ১৯৭১ঃ প্রতিবাদ মিছিল
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আল-বদর বাহিনীর উদ্যোগে ঢাকায় মিছিল বের করা হয়। মিছিলটি বাইতুল মুকাররম থেকে শুরু হয়ে ঢাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। মিছিলে অংশগ্রহণকারীরা পাকিস্তান বিরোধীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে।
মুসলিম লীগের মিছিল হয় রাজশাহীতে। শাহ বাজার মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে মাদরাসা মাঠে রাজশাহী শান্তিকমিটির সভাপতি আয়েন উদ্দিনের সভাপতিত্বে সভা হয়। সভায় বক্তব্য রাখে রাজশাহী জামাতের প্রধান মওলানা ওবায়দুল্লাহ, মুসলিম লীগ নেতা জসিমউদ্দিন আহমদ প্রমুখ। সভায় আয়েন উদ্দিন এএইচএম কামারুজ্জামানের ৯০ বছর বয়সী পিতাকে জোর করে এই সভায় নিয়ে আসেন এবং পাকিস্তানের পক্ষে বক্তব্য দিতে বাধ্য করান।
সিলেটেও মিছিল হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্লোগান সহকারে শহর প্রদক্ষিণ করে।
চট্টগ্রাম, খুলনাসহ দেশের সব জায়গার স্বাধীনতাবিরোধীরা মিছিল করে।