২৫ নভেম্বর ১৯৭১ঃ জামাতের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠকে গোলাম আজম
লাহোরে জামাতের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে ভারত সর্বাত্মক হামলা করায় নেতারা সেনাবাহিনীর পাশাপাশি যুদ্ধে যোগ দেয়ার জন্যে জনতার প্রতি আহবান জানান। পূর্বে যেভাবে মুসলিম বিশ্ব পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল এবারো সেভাবে মুসলিম বিশ্বের প্রতি পাকিস্তানকে সর্বাত্মক সমর্থনদানের আহবান জানিয়ে প্রস্তাব গৃহীত হয় এ বৈঠকে। বৈঠকে পশ্চিম-পাকিস্তানের জামাত নেতৃবৃন্দ ছাড়াও পূর্ব-পাকিস্তানের জামাত নেতা মওলানা আবদুর রহিম, গোলাম আজম, আবদুল খালেক, একেএম ইউসুফ উপস্থিত ছিলেন। পশ্চিম পাকিস্তানের মাঝারী পর্যায়ের কয়েক নেতা উপস্থিত থাকলেও মিয়া তোফায়েল, রহমত আলী, গফুর আহমেদ এমএনএ,মেজর জেনারেল উমরাও এমএনএ এ সভায় উপস্থিত ছিলেন না। এ সভায় গোলাম আজম ভারতের আক্রমনের দাতভাঙ্গা জবাব দেয়ার জন্য পশ্চিম ফ্রন্ট থেকে ভারতের উপর হামলা চালানোর জন্য ইয়াহিয়ার প্রতি আহবান জানান। মনে রাখতে হবে পূর্ব ও পশ্চিম পাকিস্তান একদেশ অতএব পূর্বে আক্রমন হলে পশ্চিম বসে থাকতে পারে না। তিনি বলেন আইউব খান পূর্বে মুজিব ভাসানির ধ্বংসাত্মক রাজনীতি সহ্য করেছেন বলে আজ এ অবস্থা। তিনি বলেন মার্চ মাসে সেনাবাহিনী দুষ্কৃতিকারীদের নির্মূল করে দিলেও তারা আবার নতুন রূপে আবির্ভূত হয়েছে। প্রাদেশিক মন্ত্রী একে এম ইউসুফ সভায় বক্তব্য রাখেন।