You dont have javascript enabled! Please enable it! 1971.06.10 | World Bank - IMF Mission to Bangladesh | পাকিস্তানের পরিস্থিতি দেখতে বিশ্বব্যাংক পূর্ব পাকিস্তানে - সংগ্রামের নোটবুক
World Bank – IMF Mission to Bangladesh
যুদ্ধের শুরুতেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা করুণ। সবকিছু বন্ধ থাকায় ক্রেতা নেই এমন খবর এই সময়ের পত্রিকায় পাওয়া যায়। এই অবস্থায় পাকিস্তান সরকারের দরকার অর্থ সাহায্য। বিশ্বব্যাংকের ১৩ সদস্যের একটি টিম (সভাপতি মি টি কার্গিল Mr. T Cargill সহ) ঢাকায় সারেজমিনে দেখতে গিয়েছে। তারা যদি পরিস্থিতি স্বাভাবিক মনে করে তাহলে হয়ত কিছু মিলবে। এখন পাকিস্তান সরকার সবকিছু তাদের চোখের আড়ালে রাখতে কতোটুকু সফল হয় সেটাই দেখার বিষয়।
Reference:
Bangladesh Newsletter, June 10, 1971
Bangladesh Newsletter A Chronicle of Bangladesh Movement in North America, p 21
No photo description available.