You dont have javascript enabled! Please enable it! 1971.11.24 | পাক অনুগত দুই আওয়ামী এমএনএ/ এমপিএ এর ইয়াহিয়ার সাথে সাক্ষা - সংগ্রামের নোটবুক

২৪ নভেম্বর ১৯৭১ঃ পাক অনুগত দুই আওয়ামী এমএনএ/ এমপিএ এর ইয়াহিয়ার সাথে সাক্ষাৎ

রাজবাড়ী থেকে নির্বাচিত এমএনএ এবিএম নুরুল ইসলাম এবং কিশোরগঞ্জের বাজিতপুর কুলিয়ারচর হইতে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় প্রাদেশিক পরিষদ সদস্য সৈয়দ বদরুজ্জামান রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেছেন। পরে উভয়ে এক প্রেস কনফারেন্সে বলেন তারা ইয়াহিয়ার কাছে তার দলের নেতা শেখ মুজিবের স্বাস্থ্য সম্পর্কে খোজ খবর নেন। প্রেসিডেন্ট তাদের জানান শেখ মুজিবের শারীরিক অবস্থা ভাল। ১ ঘণ্টা ব্যাপী এই বৈঠকে তারা তার দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান জানান। নুরুল ইসলাম বলেন তারা প্রেসিডেন্ট এর ইচ্ছায় এখানে এসেছেন পূর্ব পাকিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে। তিনি বলেন তার দলের কেউ অন্য কোন দলে যোগ দিচ্ছে না। এখন পর্যন্ত তার গ্রুপের নেতাদের মধ্যে আনুষ্ঠানিক কোন সভা হয়নি এবং কোন নেতাও নির্বাচন করা হয়নি।