You dont have javascript enabled! Please enable it! 1971.11.23 | কসবা( আখাউরা) যুদ্ধ - পাক বাহিনী তাদের দখল বজায় রাখতে সক্ষম হয় - সংগ্রামের নোটবুক

২৩ নভেম্বর, ১৯৭১ঃ কসবা( আখাউরা) যুদ্ধ

ব্যাপক রক্তক্ষয়ের পর মিত্র বাহিনী চন্দ্রপুর দখলে নিলেও পাক বাহিনী শক্তি বৃদ্ধি করে তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) দখল করে নেয়। এই যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের লাশ এবং আহত মুক্তিযোদ্ধাদের আনার জন্য মেজর আইনউদ্দিন বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে পাঠালে কয়েকজন মুক্তিযোদ্ধা পাক সেনাদের আক্রমণে শহীদ হন। আখাউরার গঙ্গাসাগর ফ্রন্টে ভারতীয় বাহিনী মুক্তি বাহিনীর যৌথ আক্রমনে উভয় পক্ষের বেশ ক্ষয়ক্ষতি হয়। পাক বাহিনী তাদের দখল বজায় রাখতে সক্ষম হয়।
এই দুই যুদ্ধে পাক বাহিনী কতৃক আটক বিভিন্ন অস্রশস্র আখাউরা রেলস্টেশনে নিয়ে দেশী বিদেশী সাংবাদিকদের প্রদর্শন করা হয়।