২২ নভেম্বর, ১৯৭১ঃ ইন্দিরা গান্ধী
ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী আহমেদাবাদে এক সাংবাদিক সম্মেলনে বলেন, জাতিসংঘে ভারতের বিরুদ্ধে অনবরত ক্ষোভ প্রকাশ সত্ত্বেও ভারতের সাথে চীনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না। জাতিসংঘের ৩য় কমিটিতে সাম্প্রতিক চীনের বক্তব্য এর ব্যাপারে তার মতামত জানতে প্রশ্ন করা হলে তিনি একথা বলেন। ইয়াহিয়ার আলোচনার আমন্ত্রন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তিনি যদি আন্তরিকতার সহিত তা বলে থাকেন তবে ভারত স্বাগত জানাবে। ইতিপূর্বে পাকিস্তান একাধিক এরুপ প্রস্তাব দিলেও বাস্তবে তা চায়নি। ইয়াহিয়া খানের সদিচ্ছা থাকলে শেখ মুজিবের মুক্তি দিয়ে ৭০ এর নির্বাচিত গন প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করে একটি মীমাংসার প্রচেষ্টা নিক। অপর এক সভায় ইন্দিরা বলেন তার দেশ আগামী দুই তিন মাস অত্যন্ত সংকটময় কাল হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দিল্লীতে তিনি সফররত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি কুয়ান ইয়ানের সাথে সাক্ষাৎ কালে পাক ভারত সমস্যা নিয়ে আলোচনা করবেন।