দৈনিক পাকিস্তান
২রা মার্চ ১৯৬৯
শেখ মুজিব সকাশে ইউসুফ হারুন
(ষ্টাফ রিপোর্টার)
জনাব ইউসুফ হারুন গতকাল শনিবার আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানের সাথে সাক্ষাৎ করেন। তিনি ফরিদপুর জেলার গোপালগঞ্জ শহরের কাছে শেখ মুজিবের নিজ গ্রামে গিয়ে তাঁর সাথে সাক্ষাৎ করেন বলে এপিপির খবরে প্রকাশ। জনাব হারুন শুক্রবার রাতে লাহোর থেকে ঢাকা আগমন করেন।
গতকাল সন্ধ্যায় ঢাকায় ফেরার পর তাঁর সফরের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জনাব হারুন বলেন, ‘আমি রাজনীতিতে নেই। আমি শুধু আমার বন্ধুর (শেখ মজিব) সাথে সাক্ষাৎ করতে ও তাকে ঈদ মোবারক জানাতে গিয়েছিলাম।’
জনাব হারুন পিআইএ’র একটি হেলিকপ্টার ভাড়া করে গোপালগঞ্জ গিয়েছিলেন। হেলিকপ্টারটি প্রথমে শেখ মুজিবের গ্রাম খুঁজে না পেয়ে ঢাকা ফিরে আসে এবং অপরাহ্নে আবার তাকে নিয়ে টুঙ্গিপাড়া যায়। জনাব হারুন গতকাল রাতে করাচীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯