২১ নভেম্বর ১৯৭১ঃ ৩ নং সেক্টর / আখাউরা যুদ্ধ
ভারতের ব্রিগেডিয়ার মিশ্র এর ৩১১ ব্রিগেড(৪ গার্ড, ১৮ রাজপুত) অংশ আলাদা ভাবে, ১০ বিহার (অংশ) ব্যাটেলিয়ন ও মেজর মতিনের মুক্তিবাহিনীর ২ ইস্ট বেঙ্গল এর যৌথ কম্যান্ড আখাউরা এবং ভারতের ৩১১ ব্রিগেড অংশ (৪ গার্ড, ১৮ রাজপুত) আলাদা ভাবে ১০ বিহার (অংশ) ও মেজর নাসিমের মুক্তিবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল এর যৌথ কম্যান্ড হরশপুর মনতলা আক্রমন শুরু করে। সাপোর্টে থাকে ব্রিগেড আর্টিলারি এবং ৪, ১৫, ৬২, ২৩৪ ইঞ্জিনিয়ার রেজিমেন্ট (অংশ)। ব্রিগেডিয়ার তুলের ৭৩ ব্রিগেড(১৪ গার্ড, ১৯ পাঞ্জাব, ১৯ রাজপুত) পিছনে প্রস্তুত থাকে। ১৯ রাজপুত পরে ৩ নং সেক্টর বাহিনীর সাথে যোগ দেয়।