You dont have javascript enabled! Please enable it!

বাঙলাদেশ মন্ত্রিসভা সম্প্রসারিত হচ্ছে
(স্টাফ রিপাের্টার)

বাঙলাদেশ মন্ত্রিসভা সম্প্রসারিত হচ্ছে। বর্তমান মন্ত্রিসভা গঠিত হয়েছিল একটা যুদ্ধকালীন মন্ত্রিসভা হিসাবে; এখন সাধারণ ***** পরিচালনার জন্য মন্ত্রিসভা **** ভবিষ্যৎ মন্ত্রিদের মধ্যে এক ********* একজন মহিলা তাহেরউদ্দিন ঠাকুর এবং একজন থাকবেন তপশীল সম্প্রদায় থেকে। শ্রী গৌর বালারই মন্ত্রি হবার সম্ভাবনা বেশি। বাঙলাদেশের ১৯টি জেলা যাতে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব পায়। সেইদিকে নজর রাখা হবে। সেই সঙ্গে সমস্ত সম্প্রদায় যাতে প্রতিনিধিত্ব পায় সেইদিকে নজর রাখা হবে।
বাঙলাদেশে ভারতের রাষ্ট্রদূত নিয়ােগ নিয়েও আলাপ-আলােচনা চলছে। শ্ৰী ডি পি ধর বর্তমানে ঢাকায় রয়েছেন এবং শ্রীধর ঢাকা থেকে ফিরে এলে ভারতের রাষ্ট্রদূতের নাম চূড়ান্ত হবে। এখন পর্যন্ত যাদের নাম শােনা যাচ্ছে, তাদের মধ্যে আছেন শ্রী অশােক রায়। শ্রী রায় এক সময় ঢাকায় ছিলেন এবং বর্তমানে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত থেকে তিনি বাঙলাদেশের সামগ্রিক অবস্থার সঙ্গে খুবই পরিচিত। দ্বিতীয় ব্যক্তি হিসাবে যার নাম শােনা যাচ্ছে তিনি হলেন ভারতের শিক্ষা ও তৈলমন্ত্রী ডা. ত্রিগুণা সেন। শ্রী তিগুণা সেনও বাঙলাদেশের মুক্তিযুদ্ধের শুরু থেকে বাঙলাদেশ ও ভারত সরকারের মধ্যে সংযােগ-রক্ষাকারী উপদেষ্টা হিসাবে কাজ করেছেন। এর মধ্যে আবার শ্রী কৈলাস সেনগুপ্তের নামও উঠেছে। শ্রী সেনগুপ্ত গত ২৫ মার্চের ঐতিহাসিক মুহূর্তে ঢাকায় ছিলেন ও বাঙলাদেশ সরকারের বর্তমান মন্ত্রিদের সঙ্গে শ্রী সেনগুপ্তের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। তবে এইসব নামের মধ্যে শ্রী অশােক রায়ের নামই সবচেয়ে প্রাধান্য পাচ্ছে।

সূত্র: সপ্তাহ, ৩১ ডিসেম্বর ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!