১৭ নভেম্বর, ১৯৭১ঃ ঢাকায় কারফিউ, চিরুনি অভিযান
ঢাকায় রাত সাড়ে আটটা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত কারফিউ জারি করা হয়। সেনাবাহিনী এসময় গোটা নগরী তল্লাশী করে ১৩৮ জন ভারতীয় চর/ মুক্তিযোদ্ধা সন্দেহে আটক করে। কারফিউর সময় পাকবাহিনীর সাথে সংঘর্ষে ঢাকা নগরীর বিভিন্ন স্থানে ৪ জন ভারতীয় চর/মুক্তিযোদ্ধা শহীদ হন। কয়েকদিন যাবত বিপণী বিতান, স্কুল, বিদ্যুৎ উপকেন্দ্র, বেতার কর্মকর্তা, কূটনীতিক, ট্রেনসহ বিভিন্ন স্থাপনায় ভারতীয় চর/মুক্তিযোদ্ধাদের অব্যাহত হামলায় নগর জীবন বিপর্যস্ত হওয়ায় এই বেবস্থা নেয়া হয়।