You dont have javascript enabled! Please enable it! 1971.11.18 | বেতার কর্মকর্তা নিহত  - সংগ্রামের নোটবুক

১৮ নভেম্বর ১৯৭১ঃ বেতার কর্মকর্তা নিহত

চট্টগ্রাম বেতারের সহকারী আঞ্চলিক পরিচালক আব্দুল কাহার চৌধুরী(৫০) অফিসের মোটরযানে করে অফিসে যাওয়ার পথে তাহার বাসার কাছেই ফিরিঙ্গিবাজারে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। ৪ জন বন্দুকধারীর ২ জন গাড়ি থামাতে বাধ্য করে অপর ২ জনের একজন তাকে লক্ষ্য করে পরপর ৬ রাউনড গুলি করে। এ সময় তার ছেলে দৌড়ে আসে এবং তাকে হাসপাতালে নেয়ার ব্যাবস্থা করে কিন্তু তার আগেই তিনি মারা যান।