১৮ নভেম্বর ১৯৭১ঃ নুরুল আমিন
সংযুক্ত কোয়ালিশন পার্টি নেতা নুরুল আমিন বলেন একজন নেতা জানুয়ারী ফেব্রুয়ারী মাসে যাহা করেছিলেন তিনি এখন আবার তাহা করার হুমকি দিচ্ছেন। পূর্ব পাকিস্তানের ঘটনাবলী থেকে শিক্ষা নিয়ে সরকারের এতে বাধা দেয়া উচিত। সরকার যদি এই ব্যাক্তির আপত্তিকর বক্তব্য সহ্য করেন তাহলে তার অর্থ হবে পশ্চিম পাকিস্তানেও গোলযোগ ডেকে আনা। তিনি বলেন পূর্ব পাকিস্তানের ঘটনাবলীর ব্যাপারে সরকারকে আগে সতর্ক করে দিয়েছিলাম কিন্তু কেউ তার কথায় কান দেয়নি পরবর্তী ঘটনা প্রবাহ কি তা সবাই দেখছেন। ঐ নেতা অভিযোগ করেছেন যে তিনি প্রেসিডেন্ট আহুত ১০ মার্চের সর্বদলীয় বৈঠকে যাননি এর উত্তরে তিনি বলেন যে বৈঠকে শেখ মুজিব যাচ্ছেন না সেই বৈঠকে তার যাওয়ার কোন অর্থ ছিল না।